Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped



জেলা মৎস্য অফিসারের জীবনবৃত্তান্ত

ড. মোঃ আবুল কালাম আজাদ গত ০১ আগস্ট, ২০২২ তারিখে নাটোর জেলায় ‘জেলা মৎস্য অফিসার’ পদের দায়িত্বভার গ্রহণ করেন। এ পদে যোগদানের পূর্বে তিনি জেলা মৎস্য অফিস, খাগড়াছড়ি পার্বত্য জেলায় ‘সিনিয়র সহকারী পরিচালক’ পদে এবং জেলা মৎস্য অফিস, সুনামগঞ্জে ‘জেলা মৎস্য অফিসার’ পদে দায়িত্ব পালন করেন।

ড. আজাদ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয় হতে ১৯৯৩ সালে মাধ্যমিক এবং সরকারি পি. সি. কলেজ, বাগেরহাট হতে ১৯৯৫ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় হতে মৎস্য বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি খানজাহান আলী হলের আবাসিক ছাত্র ছিলেন। কর্মজীবনে এসে তিনি জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয় হতে মৎস্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন হতে “Effect of probiotics on production performance, bacterial state and immune competence of Macrobrachium rosenbergii (De Man, 1879)” শীর্ষক গবেষণার জন্য এ্যাকোয়াকালচারে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিকভাবে সুপরিচিত ও মান সম্পন্ন বিভিন্ন জার্ণালে (সাইন্স সাইটেশন ইনডেক্সড) তাঁর বিভিন্ন সময়ের উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। 


ড. মোঃ আবুল কালাম আজাদ ২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৫ সালে বিসিএস (মৎস্য) ক্যাডারে যোগদান করেন। তিনি মৎস্য অধিদপ্তরের আওতায় ঢাকা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন কর্মস্থলে উপজেলা মৎস্য কর্মকর্তা, খামার ব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব), সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সিনিয়র সহকারী পরিচালক ও জেলা মৎস্য কর্মকর্তা পদে দায়িত্ব পালন করেন। ড. আজাদ তাঁর শিক্ষা জীবনেই মৎস্য অধিদপ্তরের এফটিইপি-২ প্রকল্প হতে মৌলিক সম্প্রসারণ বিষয়ে আবাসিক ও মাঠ পর্যায়ে সংযুক্ত থেকে প্রশিক্ষণ লাভ করেন। কর্মজীবনের শুরুতেই তিনি এফএও-র কারিগরি সহায়তায় মৎস্য অধিদপ্তর কর্তৃক কক্সবাজার জেলায় বাস্তবায়িত ‘উপকূলীয় মৎস্যজীবীদের জীবিকার নিরাপত্তার জন্য ক্ষমতায়ন’ প্রকল্পে মেরিন ফিসারিজ অফিসার পদে নিষ্ঠার সাথে দায়িত্বপালন করেন এবং প্রকল্প হতে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স এ্যাওয়ার্ড প্রাপ্ত হন। তিনি মৎস্য অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী বাস্তবায়িত বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের বিভাগীয় প্রশিক্ষক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। তাছাড়া, বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষণ ব্যবস্থাপনা ও মডিউল প্রণয়নে বিভাগীয় প্রশিক্ষক হিসেবে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তিনি বিগত ২০২১-২২ সালে শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত হন। ব্যক্তিগতভাবে তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথেও জড়িত।


ব্যক্তি জীবনে তিনি এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক।